ভোক্তা কর্মকর্তাকে মারধর, বিএনপি নেতা বরখাস্ত
রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে তার অফিস কক্ষে ঢুকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে। পরে আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, নারায়ণপুর এলাকার মো. রুহুল আমিন, শেখপাড়ার মো. বাচ্চু বিশ্বাস, ভবানীপুর এলাকার ছেলে মামুন শিকদার, মো. ফরিদ হোসেন এবং মো. শিশির করিম।
ঘটনার পর জেলা বিএনপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘আটক ছয়জন কর্মকর্তার অফিসে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান থানায় লিখিত অভিযোগ দাখিল করছেন। অভিযোগের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’