অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
মাদক সেবনের টাকা না পেয়ে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। মায়ের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে এ ঘটনা ঘটে। আটক ফাহিম হাসান (২৩) একই এলাকার মৃত আব্দুল্লার ছেলে।
জানা যায়, ফাহিম হাসান একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদক সেবন করেন এবং মা-বোনদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও মাদক সেবন করে বাসায় ফিরে মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে তার অত্যাচার সহ্য করতে না পেরে মোবাইল ফোনে উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। এরপর ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় ফাহিম হাসানকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভুক্তভোগী মা, বোন ও বোনের স্বামীর জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ফাহিম হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ‘আসামি ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।