ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন রায় (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈসাগু রায়ের ছেলে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, আজ শুক্রবার সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রেলওয়ে ২০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নয়নের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন রায় গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকালে এক ব্যক্তি রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তার বাবাকে ফোন করে খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় সূত্র আরও জানায়, নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায়ই তিনি বাবা-মাকে মারধর করতেন। এক পর্যায়ে তার বাবা-মা তাকে সংশোধনের জন্য আইনের আশ্রয় নেন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে এবং সর্বশেষ পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।