পাখির সঙ্গে ধাক্কা /
মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান
বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপর বার্ড হিটিংয়ের ঘটনায় মাঝ আকাশ থেকে ফেরত এসেছে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে পূণরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করান।
সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে মেরামতের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছেন। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে জানান, ফ্লাইটে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।