বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ০৮:৫২
শেয়ার :
বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ট্রেনের ধাক্কায় সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে সময়ে ঐ যুবক রেল লাইন পার হচ্ছিল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ঘটনাটি ঘটে। 

মৃতের পরিচিত মো. হাসান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ টি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

হাসান বলেন, ‘মৃত সোহেল উত্তরার একটি প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। থাকতেন কাওলা এলাকায়।’  

তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, সোহেল বিমানবন্দর হাজীক্যাম্পের অদুরে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় আহত হয়।’ 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মো: শহিদুল্লাহর ছেলে সোহেল।