মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামী আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক প্রগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছে ঢাকা।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সফরটি দ্বিপক্ষীয় হবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সফর হলে এটা দ্বিপক্ষীয় হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’