জোহরানের ওপর খেপলেন কঙ্গনা /
ভারতীয় নয়, পাকিস্তানি বেশি মনে হয়
মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাইয়ে বিপুল ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন তিনি। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হতে পারলে তিনি হবেন নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র।
ভারতীয় বংশোদ্ভূত হলেও জোহরানের প্রতি প্রচণ্ড তোপ দেগেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। নিউইয়র্কের এই মেয়রপ্রার্থীকে ভারতীয়ের চেয়ে পাকিস্তানি বলেই বেশি মনে হয় বলে মন্তব্য করে বসেছেন তিনি।
টুইটারে বিজেপির বিরুদ্ধে মামদানির বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা বলেছেন, ‘তার (জোহরান) মা মীরা নায়ার। আমাদের দেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। একজন প্রিয় এবং বিখ্যাত কন্যা...যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন ও বেড়ে উঠেছেন এবং এখন নিউইয়র্কে। তিনি মেহমুদ মামদানিকে (গুজরাটি বংশোদ্ভূত) বিয়ে করেছিলেন... একজন বিখ্যাত লেখক এবং স্পষ্টতই তাদের ছেলের নাম জোহরান। তাকে ভারতীয়ের চেয়ে বেশি পাকিস্তানি মনে হয়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কঙ্গনা আরও বলেন, ‘তার হিন্দু পরিচয় বা বংশের রক্ত যাই হোক না কেন, এখন সে হিন্দু ধর্মকে মুছে ফেলতে প্রস্তুত, বাহ! সর্বত্র একই গল্প। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে মীরাজির সঙ্গে দু'বার দেখা হয়েছিল। বাবা-মাকে অভিনন্দন।’
প্রসঙ্গত, মীরা নায়ার ইন্দো-আমেরিকান পরিচালক। ‘মনসুন ওয়েডিং’, ‘সালাম বম্বে’, ‘নেমসেক’-এর মতো সিনেমা বানিয়েছেন তিনি। তার স্বামী মেহমুদ মামদানিও খ্যাতনামী লেখক। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নামজাদা অধ্যাপকও।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস