বেবিচক চেয়ারম্যানকে হঠাৎ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ১৮:১৮
শেয়ার :
বেবিচক চেয়ারম্যানকে হঠাৎ প্রত্যাহার

দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় হঠাৎ করেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার প্রত্যাহারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঞ্জুর কবীর ভূঁইয়াকে কী কারণে সরানো হলো, তার জানা যায়নি। তাকে সশস্ত্র বাহিনী বিভাগের (বিমান বাহিনী) চাকরিতে ফেরানোর কথা বলা হয়েছে আদেশে। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তাও জানানো হয়নি।

বেবিচক কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় অংশ নিতে এখন কক্সবাজারে রয়েছেন এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।