পদ্মার এক কাতলের দাম ৩৯ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১৮:১৫
শেয়ার :
পদ্মার এক কাতলের দাম ৩৯ হাজার টাকা

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় রওশন মোল্লার আড়তে নিলামে তোলা হলে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে রবিন হালদার ও তার সহযোগীরা ভোররাতে পদ্মায় মাছ ধরতে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে প্রচণ্ড একটি ধাক্কা অনুভব করেন তারা। পরে জাল তুলে বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পান। মাছটি সঙ্গে সঙ্গে দৌলতদিয়া বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানকার রওশন মোল্লার আড়তে মাছটি নিলামে তোলা হলে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে সর্বোচ্চ ৩৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়।

মাছটি কেনা ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, ‘পদ্মার বড় কাতল মাছের চাহিদা আলাদা। সাধারণত প্রবাসী, ঢাকার অভিজাত রেস্তোরাঁ কিংবা ধনী ক্রেতারা এসব মাছ কিনে থাকেন। আমি মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিওও পোস্ট করেছি। কেজি প্রতি ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘পদ্মা নদীর বিশুদ্ধ পানি ও প্রাকৃতিক পরিবেশের কারণে এখানকার কাতল, বাঘাইড়, বোয়াল ও পাঙাশ জাতের মাছের গুণগত মান অনেক ভালো। বড় আকৃতির এসব মাছ এখন খুবই দুর্লভ, তাই বাজারে এলে দ্রুত বিক্রি হয়ে যায় এবং চাহিদাও বেশি। জেলেদের এমন সাফল্য মাছের গুরুত্ব ও জীববৈচিত্র্য সংরক্ষণের দিকেও আমাদের মনোযোগ বাড়ায়।’

স্থানীয়রা জানান, বড় মাছ দেখতে ভোর থেকেই আড়তের সামনে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।