ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কোথায়?
বেশ কয়েকদিন ধরেই জনসমক্ষে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন যে সুস্থ আছেন তো খামেনি? খামেনির সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ, নানা প্রশ্ন ও এর জবাব খোঁজার চেষ্টা করছেন ফারনাজ ফসিহি। এ বিষয়ে তার লেখা এই প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ফারনাজ দ্য টাইমসের জাতিসংঘ ব্যুরো চিফ। ইরান ইস্যুতেও তিনি লেখালেখি করেন।
ইরানি কর্মকর্তারা জানান, আয়াতুল্লাহ আলি খামেনি একটি বাংকারে অবস্থান করছেন। গুপ্তহত্যা ঠেকাতে তিনি সব ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
খামেনির দপ্তরের কর্মকর্তা মেহদি ফাযায়েল খামেনির অবস্থান নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তিনি জানান, তারাও অনেক উদ্বেগের খবর পেয়েছেন, সবািই খামেনির অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘যারা সর্বোচ্চ নেতার সুরক্ষার দায়িত্বে আছেন, তারা ভালোভাবেই দায়িত্বপালন করছেন। আল্লাহ চাইলে তাকে নিয়েই বিজয় উদযাপন করবো।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস