সড়ক দুর্ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ নিহত ২
যশোরে যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ ২ জন। আর গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভোরের ঘুম ভাঙার আগেই একসঙ্গে দুটি পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের একজন হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০)। অপরজন হলেন উপশহর সারথী মিল এলাকার বাসিন্দা লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।
গুরুতর আহত দুইজন হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। স্থানীয়রা তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, দুর্ঘটনায় পড়া ব্যক্তিরা একটি প্রাইভেটকারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। ভোরের দিকে নতুনহাট এলাকায় গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন।
নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।