হাঁটুর অস্ত্রোপচারে মৃত্যু! আর্জেন্টাইন ফুটবলারের করুণ পরিণতি

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ১২:৩১
শেয়ার :
হাঁটুর অস্ত্রোপচারে মৃত্যু! আর্জেন্টাইন ফুটবলারের করুণ পরিণতি

দুই পা দিয়ে খেলার মঞ্চ গড়তে গড়তে হঠাৎ থেমে গেল এক তরুণ ফুটবলারের স্বপ্নযাত্রা। মাত্র ১৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন আর্জেন্টিনার সম্ভাবনাময় মিডফিল্ডার কামিলো নুইন। হাঁটুর অস্ত্রোপচারের সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগ ক্লাব সান তেলমো নিশ্চিত করেছে, মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোটের চিকিৎসায় চলছিল নুইনের অস্ত্রোপচার। সেই অপারেশন টেবিলেই ঘটেছে তার অকালমৃত্যু। ক্লাবটি জানিয়েছে, এই ঘটনায় তারা গভীর শোকাহত এবং একদিনের জন্য ক্লাবের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে কীভাবে অস্ত্রোপচারের সময় প্রাণ গেল তরুণ ফুটবলারের, তা এখনও পরিষ্কারভাবে জানায়নি সান তেলমো কিংবা স্থানীয় কর্তৃপক্ষ। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।

নুইন বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের একাডেমিতে ফুটবল শেখার পর ২০২২ সালে যোগ দেন সান তেলমোতে। অল্প সময়েই ক্লাবটির ভবিষ্যতের স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন তিনি।

তরুণ এই প্রতিভার অকাল মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা জুড়ে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), বিভিন্ন ক্লাব ও ফুটবল সংগঠন সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।