‘গ্রেপ্তারের ভয়ে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ১২:৩১
শেয়ার :
‘গ্রেপ্তারের ভয়ে’ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান।

ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। 

তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।