‘আমাদের বিচ্ছেদ হয়নি’ পোস্ট মুছে ফেলেছেন গহিন
ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে গতকাল বুধবার হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের কথা জানান জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
এদিকে কনার বিচ্ছেদের ঘোষণার পরই গায়িকার স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন এক পোস্টে লেখেন ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে।
তবে সকালে আর সেই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি কনার সাবেক স্বামীর আইডিতে। আগের পোস্ট মুছে ফেলেছেন তিনি।
এর আগে কনার বিচ্ছেদের ঘোষণার কিছুক্ষণ পরই তার স্বামী গহিন দাবি করেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। তাদের সংসার জীবনে সমস্যা চলছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কনাকে ট্যাগ করে নিজের ফেসবুকে ওয়ালে গহিন জানান, এখনো তাদের বিচ্ছেদ হয়নি! পারিবারিক কিছু সমস্যা হলেও সেটি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে কনাকে নিয়ে প্রেম ও পরকীয়ার খবর প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
গহিনের ভাষায়, ‘যারাই কনাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন, যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি।’
বিচ্ছেদ হলেও সেটির কারণ কনার নতুন প্রেম বা পরকীয়া নয়, এমনটা দাবি করে গহিন বলেন, ‘আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে কেউ যদি কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। তাই সকলকে অনুরোধ, না জেনে না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তবে আজ সকালে গহিনের ফেসবুক আইডিতে সেই পোস্ট আর দেখা যাচ্ছে না। পোস্টটি তিনি মুছে ফেলেছেন। এ প্রসঙ্গে কনা এখনো নতুন করে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।