পলাশী দিবসে কলকাতায় সম্মাননা পেলেন তারিক চয়ন

অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৫, ১১:১৭
শেয়ার :
পলাশী দিবসে কলকাতায় সম্মাননা পেলেন তারিক চয়ন

ঐতিহাসিক পলাশী দিবস ছিল গত সোমবার। ১৭৫৭ সালের এই দিনে পলাশীর আম্রকাননের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। তারই মধ্য দিয়ে প্রায় ২০০ বছরের জন্য স্বাধীনতা হারায় বাংলা। আর সেজন্যই দিনটিকে প্রতি বছর পলাশী দিবস হিসেবে পালিত হয়। 

বিশেষ এই দিনটিতে গত সোমবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়নকে সম্মাননা দেওয়া হয়েছে। কলকাতায় রুশ দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক দপ্তর গোর্কি সদনে 'বারাসাত অ্যাকাডেমি অফ কালচার' আয়োজিত চার দিনব্যাপী 'ইকোস অফ আর্ট ফ্রম দ্য পেইজেস অফ হিস্টরি' শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তারিক চয়নের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয় অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় রাশিয়ার ভাইস-কনসাল একাতেরিনা তিউরিনা, নবাব সিরাজউদ্দৌলার পরিবারের সদস্য সৈয়দ মোহাম্মদ আজগর রেজা, চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজক তৈয়বউল ইসলাম।