ডেমরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ১০:২০
শেয়ার :
ডেমরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

রাজধানীর ডেমরা থানা এলাকায় ৬ তালা ভবনের ছাদ থেকে পড়ে একজন ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ডেমরা থানাধীন কেনাপাড়া আনোয়ার হোসেন বাসার ভাড়াটিয়া মান্নান হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মোছা. কাজল খাতুন (১৫) ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্বজনেরা দেখতে পেয়ে রাত ১টার সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জরুরি বিভাগের ৪ নং ওযার্ডের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।