বিচ্ছেদের খবর দিলেন কনা, স্বামী বললেন ‘না’!
টানা ৭ বছরের প্রেম। এর পর ২০১৯ সালের ২১ এপ্রিল অনেকটা নীরবে ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তারপর কেটেছে দীর্ঘ ছয় বছর। তবে গত ১৬ জুন গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন কনা নিজেই।
গতকাল বুধবার রাত ১০টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানান ‘দুষ্টু কোকিল’খ্যাত এই গায়িকা। অবশ্য এর কিছুক্ষণ পরই কনার স্বামী গহিন দাবি করেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। তাদের সংসার জীবনে সমস্যা চলছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
কনাকে ট্যাগ করে নিজের ফেসবুকে ওয়ালে গহিন জানান, এখনো তাদের বিচ্ছেদ হয়নি! পারিবারিক কিছু সমস্যা হলেও সেটি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে কনাকে নিয়ে প্রেম ও পরকীয়ার খবর প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
গহিনের ভাষায়, ‘যারাই কনাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন, যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিচ্ছেদ হলেও সেটির কারণ কনার নতুন প্রেম বা পরকীয়া নয়, এমনটা দাবি করে গহিন বলেন, ‘আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে কেউ যদি কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। তাই সকলকে অনুরোধ, না জেনে না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।’
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদ স্টেটমেন্টে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’
এরপর তিনি জানান মূল ঘটনা। বলেন, ‘দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়েও জানান ‘দুষ্টু কোকিল’খ্যাত এই গায়িকা। তার ভাষায়, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। যদিও সেখানে নতুন প্রেমের গুঞ্জনের বিষয়ে কিছু বলেননি কনা। তার ভাষায়, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই। যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, আগেই জোর গুঞ্জন উঠেছিল কনার সঙ্গে এক গিটারিস্টের প্রেমের খবর! বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে সেই গুঞ্জনের পালে যেন নতুন হাওয়া লাগল।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
উল্লেখ্য, প্রায় তিন দশকের সংগীত ক্যারিয়ার দিলশাদ নাহার কনার। শখের বসে করেছেন অভিনয়ও। তবে প্রায় সব সেক্টরে গানে তিনি দারুণ সফলতা পেয়েছেন।