ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির, আহত চাচা ও ভাই

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২১:৫৯
শেয়ার :
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির, আহত চাচা ও ভাই

গাজীপুরের কাপাসিয়ায় ভাতিজা নাজমুল হোসেনের (২৪) ছুরিকাঘাতে চাচি নার্গিস আক্তার (৪৫) খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাচা ও চাচাতো ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ বুধবার সকালে উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এর পর থেকে অভিযুক্ত নাজমুল হোসেন পলাতক থাকায় পুলিশ তার বাবা জাকির হোসেনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, আওয়াদ ও জাকির হোসেন আপন দুই ভাই। দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাধ লেগেই থাকতো। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে ভাতিজা নাজমুলের শিশুপুত্র নিরব মাদ্রাসা থেকে বাড়িতে না গিয়ে আওলাদদের ঘরে শুয়ে ছিল। এদিকে নিরবকে তার পরিবারের লোকজন খোজাখুঁজি করেও পায়নি তারা। এক পর্যায়ে রাতে নিরব নিজেই বাড়িতে গিয়ে জানায়, তার দাদা আওলাদের ঘরে ঘুমিয়ে ছিল।

এ ঘটনায় আজ বুধবার সকালে স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমানের উপস্থিতিতে দুই পরিবারের মধ্যে একটি মীমাংসার জন্য আলোচনা হয়। এর মধ্যেই উত্তেজিত হয়ে ভাতিজা নাজমুল চাচি নার্গিস আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। 

এ সময় নাজমুলের চাচা আওয়াদ ও চাচাতো ভাই শামীম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে। গুরতর আহত অবস্থায় নার্গিস আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমান বলেন, ‘দুই পরিবারের মধ্যে ছয় মাস আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছিল। আজ বিভিন্ন বিষয় নিয়ে মীমাংসায় বসার প্রাক্কালে আবারো মারামারি শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা নাজমুল চাচি নার্গিসকে আঘাত করলে পরবর্তীতে তার মৃত্যু হয়।’

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।