শ্রীপুর পৌরসভায় শতকোটি টাকার বাজেট ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২১:৩৮
শেয়ার :
শ্রীপুর পৌরসভায় শতকোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ এ বাজেট ঘোষণা করেন। 

জানা যায়, ২০০০ সালে ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসেবে শ্রীপুর পৌরসভার যাত্রা শুরু। দ্রুত সময়ের মধ্যে এটি ‘ক’ শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। শিল্পাঞ্চলখ্যাত শ্রীপুর পৌরসভায় চার-পাঁচ লাখ লোকের বসবাস করে।

২০২৪-২৫ অর্থবছরে ৫৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৬৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ ঘোষিত ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা। উন্নয় হিসেবে ২ কোটি এবং প্রকল্পের আয় দেখানো হয়েছে ৬০ কোটি টাকা। আর প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৯৪০ টাকা।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮টাকা।

এ সময় পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ সীমিত পরিসরে গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।