২ চোর ধরতে গিয়ে আহত ৪
পিরোজপুরের ইন্দুরকানীতে চোর সন্দেহে একজনকে আটক করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই সংঘর্ষে আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাইয়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিনগত রাতে কালাইয়া গ্রামের নোমরহাট এলাকায় দুইজন অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকানোর চেষ্টা করেন।
এ সময় একজন পালিয়ে গেলেও খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা রেজাউল গাজীকে (৫০) আটক করেন স্থানীয় বাসিন্দারা। তবে আটকের আগ মুহুর্তে তিনি লোহার রড দিয়ে এলোপাথাড়ি হামলা চালান। এতে তন্ময় বিশ্বাস (২৯), গপিনাথ হালদার (৩২) ও প্রমত ঢালী (৫৫) নামে তিনজন আহত হন।
পরবর্তীতে এলাকাবাসী রেজাউলকে ধরে ফেলেন এবং উত্তেজনার মধ্যে তিনিও গণপিটুনিতে আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘আটক রেজাউল গাজী একজন চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’