সংবিধানে ‘আল্লাহর ওপর বিশ্বাস-আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজনের পক্ষে বেশির ভাগ দল
বেশির ভাগ দল সংবিধানে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের পক্ষে বলে জানালেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ছাড়া বেশির ভাগ দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষেও বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের প্রথম পর্বে রাষ্ট্রের মূলনীতি ও এনসিসি গঠন কাঠামো নিয়ে সংলাপ শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবাধিকার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা – এই চারটি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কমিউনিস্ট পার্টি ও কয়েকটি বাম দল ছাড়া প্রায় সব দলই এ বিষয়ে একমত।’
তিনি বলেন, ‘বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায়, জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা, বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন অপরিহার্য। যদিও এটি চূড়ান্ত হয়নি, তবে হাউজের অধিকাংশের মত এর পক্ষেই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, এনসিসি নিয়ে প্রাথমিক প্রস্তাবিত নামটি সুপ্রা-কন্সটিটিউশনাল মনে হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। কমিশন এখন এর সংশোধিত নাম প্রস্তাব করেছে ‘সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ সংস্থাগুলোর নিয়োগ কমিটি’। এই কমিটি নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক এবং পাবলিক অ্যাকাউন্টসের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থায় নিয়োগের বিষয়গুলো দেখভাল করবে।
প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, এসব সংস্থায় আগেও প্রধানমন্ত্রীর মাধ্যমে নিয়োগ হতো না, সার্চ কমিটির মাধ্যমে হতো। বর্তমান প্রস্তাবে একাধিক সার্চ কমিটির বদলে একটি কেন্দ্রীয় কমিটির প্রস্তাব করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা খাটো হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সংশোধিত এনসিসি কমিটিতে এখন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা/নেত্রী, সংসদের বিরোধীদলের বাইরের অন্যান্য দলগুলোর প্রতিনিধি, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির প্রতিনিধি (সুপ্রিম কোর্টের একজন বিচারপতি) এবং রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন। সংসদের স্পিকার এই কমিটির সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দল ছাড়া প্রায় সকলেই এই সংশোধিত কমিটি ও নামের সঙ্গে একমত পোষণ করেছেন, এবং জামায়াতে ইসলামীও এর সঙ্গে সম্পূর্ণ একমত।
তিনি বলেন, ‘বাংলাদেশে আজকের নৈরাজ্যের জন্য একক ক্ষমতা এবং অযোগ্য দলীয় লোকদের নিয়োগ দায়ী।’
প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ প্রসঙ্গে ডা. তাহের বলেন, তিনটি দল ছাড়া প্রায় সব দলই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ১০ বছর (দুটি মেয়াদ নয়) ক্ষমতায় থাকার পক্ষে একমত হয়েছে।