মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিককে জুলাইযোদ্ধা হিসেবে অপপ্রচার

অনলাইন ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
মদসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিককে জুলাইযোদ্ধা হিসেবে অপপ্রচার

মদসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে জুলাইযোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে ওই ব্যক্তি জুলাইযোদ্ধা নন, বরং একজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পরিচালিত ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

দুটি ছবি পোস্ট করে বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটিতে হুইলচেয়ারে বসা এই ব্যক্তি কোনো জুলাইযোদ্ধা নন। বরং রোগীর ছদ্মবেশে থাকা এই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। তার নাম নজরুল হক।

এতে বলা হয়, গত ১৭ মার্চ ভারতের কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রোগীর ছদ্মবেশে থাকা নজরুল হক নামের এক ভারতীয় নাগরিক। সে সময় তার কাছ থেকে মদ ও কসমেটিকস উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে উক্ত ঘটনার ভিডিওকে আহত জুলাইযোদ্ধার কাছ থেকে এয়ারপোর্টে মদ উদ্ধারের ঘটনার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।