একই দিনে ৭ সৈন্য হারানোর পর নেতানিয়াহুর ‘কঠিন দিন’
ফিলিস্তিনের গাজায় এখনো নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে তারাও হারাচ্ছে সৈন্য। গতকাল মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এক বিস্ফোরণে ইসরায়েলের ৭ সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি জনগণের জন্য এটিকে কঠিন একটি দিন বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লেখেন, ‘হামাসকে পরাজিত করার এবং গাজা উপত্যকার দক্ষিণে আমাদের (দেশের) জিম্মিদের মুক্ত করার যুদ্ধে আমাদের বীর যোদ্ধারা শহীদ হয়েছেন। ইসরায়েলের সকল নাগরিকের সঙ্গে আমি এবং আমার স্ত্রী আমাদের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সাত সৈন্যের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাদের স্মৃতি যেন আশীর্বাদস্বরূপ হয়।’
২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযানের পর থেকে একই ঘটনায় এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলেও একই দিনে এটিই ইসরায়েলের সর্বোচ্চ সৈন্য হারানোর ঘটনা নয়। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে একই দিনে ২৪ সৈন্য হারিয়েছিল ইসরায়েল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আল-জাজিরার খবরে বলা হয়েছে, নিহত সাতজনেরই বয়স ১৯ থেকে ২১ বছর। এর মধ্যে ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে সপ্তম ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তার পরিবারকে জানানোর পরই সেটি প্রকাশ করা হবে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, দক্ষিণ গাজায় পৃথক এক ঘটনায় একই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের আরও একজন সৈনিক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস