চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৫:৪১
শেয়ার :
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, ‘যৌথ বাহিনী গতকাল মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুল ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজীকে (১৮) গ্রেপ্তার করে যৌথ বাহিনী।’

মানজুরুল হাসান খান আরও বলেন, ‘গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।