সাতক্ষীরার সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা
২৫ জুন ২০২৫, ১৪:০১
শেয়ার :
সাতক্ষীরার সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক আইন মেনে তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এ সময় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মাজেদ মোড়লের কন্যা রেবেকা বেগম ও ছেলে বদিয়ার রহমান এবং খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের কন্যা রানিমা খাতুন এবং তার শিশু কন্যা আয়েশা খাতুন।

বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থান থেকে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতরা বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, মঙ্গলবার রাতে বিজিবি সদস্যরা ৪ বাংলাদেশিকে থানায় পাঠিয়েছে। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।