সুখবর দিলেন দেব
অভিনেতা দেব। ছবি: সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। তার অভিনিত ‘প্রজাপতি’ সিনেমা সাফল্যের পর এবার আসছে ‘প্রজাপতি টু’। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে সুখবরটি নিজেই দিয়েছেন ভক্তদের।
দেব ক্যাপশনে লিখেছেন, ‘প্রজাপতি টু’।
সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন- পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী। এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে আবারও নতুন ম্যাজিক দেখতে পাবে দর্শক, এমনটাই আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হতে পারে ‘প্রজাপতি টু’ সিনেমার শুটিং।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে ‘প্রজাপতি’ সিনেমাতে দেব ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ওপর আস্থা রেখেছিলেন এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ‘প্রজাপতি টু’-তে তার বিপরীতে কে থাকবে, তা নিয়ে চলছে আলোচনা।
তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি ‘প্রজাপতি টু’-তে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারব না। এখনই এই নিয়ে কথা বলা সম্ভব নয়।’ দেবের পক্ষ থেকেও এ নিয়ে কিছু জানানো হয়ানি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বড়দিনে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেবের এই ত্রয়ী বক্স অফিসে একের পর এক ম্যাজিক দেখিয়ে আসছে। বড়দিনের মৌসুমে তাদের ছবি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।