উড়াল সড়কের স্টেশনের সিঁড়ি থেকে পড়ে পথচারী আহত

টঙ্গী গাজীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ০৯:৩৪
শেয়ার :
উড়াল সড়কের স্টেশনের সিঁড়ি থেকে পড়ে পথচারী আহত

গাজীপুরের টঙ্গী-উত্তরা উড়াল সড়কের স্টেশনের সিঁড়ি থেকে পড়ে রাজু (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের গুরতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ভুক্তভোগী রাজু ঢাকা থেকে বাসযোগে উড়াল সড়কের টঙ্গীর বাটা গেইট এলাকায় অবস্থিত স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অসাবধানবসত সিড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

আহত রাজু আহমেদ(৩৫)গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন খা পাড়া এলাকার নূর হোসেনের ছেলে বলে জানা যায়।

এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, বিআরটিএ প্রকল্পের আওতায় টঙ্গী থেকে উত্তরা ৪ কিলোমিটার উড়াল সড়কের মধ্যে টঙ্গী চেরাগ আলী, মিলগেট, স্টেশন রোড, টঙ্গী বাজার ও ও আব্দুল্লাহপুরে যাত্রীদের জন্য যে স্টেশন রয়েছে, সেখানে সিড়ির পাশে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিচের রাস্তায় নামার সময় কোনো যাত্রী একটু অসাবধানতা হলেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

এছাড়া স্টেশনগুলোতে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। হাজার হাজার যাত্রী এই স্টেশনে দিয়ে যাতায়াত করেন। কিন্তু সন্ধ্যার পর স্টেশনগুলোতে কোনো বৈদ্যুতিক বাতি না থাকার কারণে অন্ধকারে যাত্রীরা ঠিকমত সিঁড়ি বেয়ে উঠা নামা করতে পারেন না।

ইতোপূর্বে এই স্টেশনের সিঁড়ি বেয়ে উঠা নামা করার সময় একাধিক যাত্রী আহত হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে স্থানীয়রা অভিযোগ করেন।