কাতারে হামলা নিয়ে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৬:৩১
শেয়ার :
কাতারে হামলা নিয়ে যা বলল ইরান

কাতারের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক। এক্স এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশিদের সাথে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইসমাইল বাঘাই আরও বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সংকল্পবদ্ধ।’