উখিয়ায় ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১১:৩৩
শেয়ার :
উখিয়ায় ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের উখিয়ায় বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত এবং নিহতের এক ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন ওরফে বাবুল (৪০) একই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। আর আহত হয়েছেন মোহাম্মদ হাসান (৩৫)। তিনি নিহতের ছোট ভাই।

নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, ‘সন্ধ্যায় বাড়িতে স্বামী নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে নিজের বরজ থেকে তুলে আনা পান গোজগাজ ( বিড়া ) করছিল। তিনি কাজের প্রায় শেষ পর্যায়ে স্বামীকে বাজার মাছ কিনে আনার কথা জানান। পরে ছোট ভাই মোহাম্মদ হাসানকে সঙ্গে নিয়ে তার স্বামী স্থানীয় স্টেশনে মাছ কিনতে বের হন। তারা মাছ কিনতে বের হওয়ার ২০/২৫ মিনিট পরই মুখোশ পরিহিত ১০/১২ জনের একদল বাড়িতে হানা দেয়।’

তিনি বলেন, ‘এ সময় ডাকাতদের হাতে দেশীয় তৈরী লম্বা বন্দুক, লম্বা কিরিচ ও ছোরা ছিল। বাড়িতে ঢুকেই বাড়ির লোকজনকে ডাকাতরা অস্ত্রের মুখে জিন্মি করে ফেলেন। পরে মারধরের এক পর্যায়ে আমার ও মেয়ের পরিহিতসহ বাড়িতে থাকা স্বর্ণালংকার এবং কোরবানির সময় গরু বিক্রি বাবদ নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যান।’

ভুক্তভোগী এ গৃহকর্ত্রী বলেন, ‘চলে যাওয়ার সময় পথিমধ্যে আমার স্বামী ও দেবর ডাকাতদলের সম্মুখে পড়েন। দেখা মাত্রই তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়েন। পরে কুপিয়ে তাদের ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’ 

তার তরুণী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করে আছিয়া খাতুন জানান, ডাকাতরা চলে যাওয়ার তার মেয়েকে বাড়ির পাশের ছড়া পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিলেন। পরে ডাকাতদলের সদস্যদের হাতে-পায়ে ধরে অনেক কাকুতি-মিনতি করার পর মেয়েকে ছেড়ে দিয়েছেন তারা।

ঘটনার ব্যাপারে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সন্ধ্যার পরে ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই আহত দুই ভাইকে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে, তা নিশ্চিত নন অবহিত করে তিনি জানান, বাড়ী ফেরার সময় পথেই দুই ভাই দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তাই ডাকাতি নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটেছে, রহস্য উদঘাটনে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরিফ হোছাইন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।