ইরানে আটকেপড়া বিদেশিদের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত
ইসরাইলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা প্রদান শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটির ভেতরে প্রবেশ করতে পারবেন। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।
ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছেন, তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কুয়েত সীমান্ত ক্রসিং প্রশাসনের ঘোষণা অনুযায়ী, প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস