ইরান-ইসরায়েল যুদ্ধের নাম দিলেন ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ হিসেবে নাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল সূত্রে এ তথ্য পাওয়া গিয়েছে।
ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘণ্টার মধ্যে।
তিনি জানান, আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে। ১২ ঘণ্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা পূর্ণ হলে ‘১২ দিনের যুদ্ধে’র আনুষ্ঠানিক সমাপ্তি সারা বিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি লেখেন, ‘সব কিছু ঠিকঠাক মতো চলবে, এমনটা ধরে নিয়ে আমি ইসরায়েল ও ইরান, দুই দেশকে অভিনন্দন জানাতে চাই। কারণ তারা ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তা দেখিয়ে এই যুদ্ধের ইতি টেনেছে। এই যুদ্ধের নাম হওয়া উচিত ‘১২ দিনের যুদ্ধ’।’
ট্রাম্প বলেন, ‘এটি এমন এক যুদ্ধ ছিল, যা বছরের পর বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি, আর কখনো হবেও না।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গত ১৩ জুন প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।
এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
তবে ট্রাম্পের এ বক্তব্যের পর আজ মঙ্গলবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন কয়েকজন এবং আহতও হয়েছেন অনেকে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস