ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৪
ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে এবং চারজন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে এ ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের ম্যাগেন ডেভিড অ্যাডম, ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছেন।
তারা বলছেন যে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং ২০ জনের অবস্থা সামান্য।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর আজ সকালেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু করে ইরান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে। পরিস্থিতি খুবই ভীতিকর।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
চিকিৎসক সূত্র জানায়, বিয়ারশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।
তিনি বলেন, ‘এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস