ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন
ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলজুড়ে সাইরেন বেজেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার আইডিএফ’র বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়।’
তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ বন্ধে ইসরায়েলকে এই সময় বেঁধে দিয়েছিলেন আরাঘচি।ইসরায়েল এই সময়সীমা অনুসরণ করলে ‘এর পরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই’ বলে বিবৃতিতে জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস