আপনি ক্যানসার থেকে অবশ্যই বাঁচতে পারবেন, তবে...
কেস স্টাডি ১
পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ রোগী এক বছরে তার চিকিৎসককে পাঁচবার দেখিয়েছেন। তার মধ্যে তিনবার ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করিয়েছেন। হিমোগ্লোবিন লেভেল ছিল ১৪। পরে এটি কমতে কমতে ৯-এ এসে দাঁড়ায়। রোগী যখন ৬ নম্বর ভিজিটে এলেন, তখন হিমোগ্লোবিন একদিকে ৯, অন্যদিকে রোগী বললেন, দুমাস ধরে তার কনস্টিপেশনের সমস্যা। এই এক বছরের মধ্যে রোগীকে ঋঙইঞ/ঋওঞ স্ক্রিনিং টেস্ট করানো হয়নি। যখন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে রেফার করা হলো, তখন তার ডায়াগনোসিস হলো কোলন ক্যানসার!
কেস স্টাডি ২
আরও পড়ুন:
চোখের রক্তবর্ণ ধারণের কারণ ও প্রতিকার
আরেকজন রোগী বছর তিনেক আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে যান ডান স্তনে ব্যথাজনিত সমস্যা নিয়ে। তখন ডাক্তার নিয়মিত স্তন পরীক্ষা করানোর সঙ্গে তাকে ম্যামোগ্রাম ও সনোগ্রাম করালেন। ৩ বছর পর পুনরায় একই সমস্যা নিয়ে গেলে এবার তার স্তন ক্যানসার ধরা পড়ল। এই তিন বছর ডাক্তার তাকে স্ক্রিনিং ম্যামোগ্রাম পরীক্ষাটি করতে বলেননি!
কেস স্টাডিগুলো এজন্যই বলা হলো, যখন একজন রোগী ডাক্তারের কাছে তার ডায়াবেটিস, হাইপারটেনশন ও হাইপারলিপিডেমিয়ার মতো ক্রনিক রোগের ফলোআপের জন্য যান, তখন ডাক্তারের জন্য এসব রোগের চিকিৎসা দেওয়া জরুরি, কিন্তু পাশাপাশি প্রতিরোধমূলক পরিষেবাগুলো, যেমনÑ বয়স ৪০ হলে নারীদের ম্যামোগ্রাম, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজের (প্রজনন সম্ভাবা) নারীদের জরায়ুমুখে ক্যানসারের জন্য (চধঢ় ঝসবধৎ) প্যাপ টেস্ট, রোগী পুরুষ হলে প্রোস্টেট ক্যানসার স্ক্রিনিং টেস্ট- চঝঅ এবং ঋঙইঞ/ঋওঞ (কোলন ক্যানসারের স্ক্রিনিং টেস্ট ) করা।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
এ বিষয়গুলোর ব্যাপারে একজন ডাক্তার রোগীকে সচেতন করতে পারলে রোগী আসন্ন বিপদজনক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, এমনকি মরবিডিটি (রোগজনিত কারণে রোগীর দুর্ভোগ) ও মর্টালিটি (রোগজনিত কারণে রোগীর মৃত্যু) কমে আসবে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে এ রোগগুলো চিহ্নিত করতে পারলে চিকিৎসার ব্যয়ও অনেকাংশে কমে আসবে।
বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশে একজন ডাক্তার যদি প্রিভেন্টিভ কেয়ারের ব্যাপারে রোগীদের সচেতন করেন এবং পুরুষ-নারী নির্বিশেষে সবাইকে উপরিউক্ত স্ক্রিনিংগুলো করে থাকেন, তাহলে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে থাকা সম্ভব।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
লেখক : চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন এবং জনস্বাস্থ্যবিষয়ক লেখক, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র