করোনায় এক দিনে তিনজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা তিনজনের দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। মারা গেছেন ২৯ হাজার ৫১৮ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?