যুদ্ধের শেষ দেখে ছাড়বে ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে যুদ্ধের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
সাঈদ খাতিবজাদে বলেন, কোনো প্ররোচনা ছাড়াই গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের ‘অন্যায্য’ আগ্রাসনের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব। আমরা ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা জানি আত্মরক্ষার জন্য কতদূর যেতে হয়। আমরা শেষ পর্যন্ত যেতে প্রস্তুত।’
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চায় ইসরায়েল। গতকাল রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর এ কথা জানায় দেশটি। বিষয়টি যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের প্রস্তাব পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া এখনই অভিযান শেষ করতে চায় না ইরান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস