জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৮:৪৮
শেয়ার :
জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। পুলিশকে মানবিক হতে হবে। আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পুলিশ জনবান্ধব হয়ে উঠেছে। আগের মতো পুলিশ ওই রকম ব্যবহার করে না। এরই মধ্যে দু-একজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।’

গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে নিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনে ঘটনা যাতে আর পুনরায় না ঘটে আমরা চেষ্টা করে যাচ্ছি। সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় যদি আমাদের বাহিনীর কেউ দায়ী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা।