সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:২১
শেয়ার :
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কাসরুকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছে বা কারা এর পেছনে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে এ হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে- সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে ওই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।