বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

চৌগাছা প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৭:৫৫
শেয়ার :
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা মহিদুল ইসলাম মৃধা (৫৮) আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের এপ্রোচ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম মৃধা (২২)  চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের কংশারীপুর মহল্লার মহিদুল ইসলাম মৃধার মেয়ে। তিনি শহরের মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবা মহিদুল ইসলাম একই কলেজের নাইটগার্ড হিসেবে কর্মরত।

আহত মহিদুল ইসলাম এবং প্রত্যক্ষদর্শীরা জানান, অফিয়া চৌগাছা উপজেলা পরিষদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসে দেড় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে বাবার মোটরসাইকেলযোগে প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজ পার হয়ে শহরের দিকের এপ্রোচ সড়কে পৌছালে পেছন থেকে মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা অফিয়া ছিটকে সড়কে পড়লে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিদুলকে বাড়িতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চৌগাছা থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে। পালাতক বাসচালক নুরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।’