প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুমকি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সাক্ষাতের সুযোগ না পেলে আগামীকাল মঙ্গলবার যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ।
তিনি বলেন, ‘আমরা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফয়জুল আলম সবুজ বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় সুষ্ঠু বিচার পাব, কিন্তু সেটা পাইনি। বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে, কিন্তু বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।’
এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এতে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে। সেই পর্যন্ত তারা যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করেন, তা বুঝিয়ে জাদুঘরের সামনে নিয়ে আসা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।