বাংলা গানে রাহাত ফাতেহ আলী খান

বিনোদন প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ১৬:২৯
শেয়ার :
বাংলা গানে রাহাত ফাতেহ আলী খান

বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের খ্যাতিমান শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। এটি লিখেছেন কবির বকুল ও সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। প্রযোজনায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

রুবাইয়াত বলেন, ‘লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে একবার দেখা হলে তিনি বাংলা গানের প্রতি তার আগ্রহের কথা বলেন। এরপর রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং আন্তরিকতার সঙ্গে গানটি করেন।’

গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে লন্ডনের বিভিন্ন লোকেশনে। শিগগিরই এটি প্রকাশিত হবে বলে জানিয়েছে ডিএমএস।