‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করল এনবিআর ঐক্য পরিষদ
চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার রাজস্ব ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ।
এ সময় জানানো হয়, আগামী ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ২৮ জুন থেকে টানা শাটডাউন কর্মসূচি শুরু হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকবদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সেহেলা সিদ্দিকাসহ এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন তারা। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গতকাল রবিবার পাঁচ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার বাতিলের দাবি জানিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে ২৭ জুন পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় ঐক্য পরিষদ।