সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: পরিবেশ উপদেষ্টা
সরকার মব বা জনতার উশৃঙ্খল আচরণ ঠেকানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জনতার লাঞ্ছনার বিষয়ে তিনি বলেন, ‘সরকার এ ঘটনায় নিন্দা জানিয়েছে। এ ধরনের ‘মব’-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আদর্শ পরিবেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করেনি। নন-ভায়োলেন্স (অহিংস) ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে সরকার। সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি, এ নিয়ে পদক্ষেপও গ্রহণ করেছে।’
পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত ১০ মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন।’
ব্রিফিংয়ের মূল আলোচ্য ‘পরিবেশ দিবস’ ঘিরে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরতে গিয়ে তিনি জানান, ‘সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপটিকে বাঁচাতে পারলে সব আশঙ্কা দূর হয়ে যাবে।
তিনি আরও জানান, শিল্পদূষণ রোধকে আগামী ছয় মাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে অতিরিক্ত যান্ত্রিক নৌযান চলতে দেওয়া যাবে না। এ জন্য কাজ চলছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ঢাকায় আর খোলা বালুবাহী পরিবহন চলতে দেওয়া হবে না। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ এবার যৌথভাবে অভিযান চালাবে।’
পলিথিন বিষয়ে তিনি জানান, ‘শপিং সেন্টারগুলো পলিথিনমুক্ত হয়েছে। তবে কাঁচাবাজারে এখনো পলিথিন আছে। এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই থেকে এ বিষয়ে অভিযান শুরু হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?