তারকাদের নিয়ে টকশো

বিনোদন প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ১৩:২৮
শেয়ার :
তারকাদের নিয়ে টকশো

‘কথোপকথন’র একটি দৃশ্য

বিনোদন জগতের জনপ্রিয় সব ব্যক্তিদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি সেলিব্রিটি টকশো ‘কথোপকথন’ নিয়ে আসছে দীপ্ত টিভি। মূলত এই অনুষ্ঠানে অতিথিদের সাথে তার ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে চলবে নানাবিধ আলাপচারিতা। যেখানে তারা বলবেন, তাদের না বলা কথা।

কথোপকথনের এই আড্ডায় অতিথি হয়ে আসবেন- আফজাল হোসেন, আজাদ আবুল কালাম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলি, নাজনীন হাসান চুমকি, নওশাবা, লিটন কর, সুষমা সরকার, রোজী সিদ্দিকী, সরাফ আহমেদ জীবন, সূচনা শেলী, তনুশ্রী কারকুন এবং কাজী কানিজ।

আগামীকাল মঙ্গলবার থেকে প্রচার হবে ‘কথোপকথন’। অনুষ্ঠানটি উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন মেহেদী হাসান সোমেন। এটি দেখা যাবে প্রতি মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে, দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। আর অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি হয়েছে দেশ বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।