খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
২৩ জুন ২০২৫, ১১:৫৫
শেয়ার :
খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে মারধরে আহত হয়ে সাগর (২২) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ২ থেকে ৩টার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে আজ সোমবার ভোর পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা- নীরিক্ষার পর মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, সাগরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছেন। 

হাসপাতালে নিয়ে আসা নিহতের মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার জানিয়েছেন, আলিমুউদ্দিন নামে এক ব্যক্তি তার নিজের জায়গায় বাউন্ডারি দিয়েছিলেন। সেখানে পাশের এলাকার লোকজন বাধা দিয়েছিলেন রাস্তার জন্য জায়গা ছাড়ার জন্য। কিন্তু তারা নিজেরা কেউ জায়গা ছাড়েনি। 

এসব নিয়ে বিরোধে রাত ২টা থেকে ৩টার দিকে একদল লোক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে তাদের বাউন্ডারি ভাঙতে থাকে। পরে জায়গার মালিক আলিমুউদ্দিন ও তার স্ত্রী এসে বাধা দেয়। সেখানে তাদেরকে মারধর করে। এতে তারা আহত হয়।

পরে তাদের চিৎকারে সাগরসহ অনেকেই এগিয়ে আসেন এবং মারধরের শিকার হন। সাগর জায়গার মালিকের আত্মীয় হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খিলগাঁও নগদারপাড় এলাকার মৃত আমির আলীর ছেলে সাগর। এক ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।