উজিরপুরে সন্ধ্যা নদীতে নিখোঁজ হওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারিকেলি গ্রামের সন্ধ্যা নদীর তীর থেকে ৬০ বছর বয়স্ক এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বৃদ্ধা উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৬০)। তিনি গতকাল শনিবার ২টা ৩০ মিনিটে কালির বাজার নামক স্থানে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর আজ রবিবার দুপুর ১২টার সময় স্থানীয়রা কচুরিপানার মধ্যে তার মরদেহ ভাসতে দেখে মডেল থানার খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোহিনুর বেগমের স্বামী আকবর হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মৃগী রোগ ভুগছিলেন।
এদিকে স্থানীয়রা আরও জানান, নিহত কোহিনুর বেগম নদীতে গোসল করতে নামলে সেখান থেকে তিনি বাড়ি ফিরে না আসেননি। নদীর পারে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেওয়া হয়। এরপর একদিন পর রবিবার দুপুর ১২টার সময় তার মরদেহ ভেসে ওঠে ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার পশ্চিমে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, নদী থেকে উদ্ধারকৃত মরদেহটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।