আলজেরিয়ার ফুটবল স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ২১:৪৭
শেয়ার :
আলজেরিয়ার ফুটবল স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনা

 আলজেরিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। এমসি আলজার নামে একটি ক্লাব দেশটির লিগ শিরোপা জিতেছে। স্থানীয় দলটির এমন অর্জনে জয়ের শেষ বাঁশি বাজানোর ঠিক পরেই উত্তেজনায় ফেটে পড়েন দর্শকরা। এ সময় ৫ জুলাই নামে ওই স্টেডিয়ামের উপরের স্ট্যান্ড থেকে পড়ে তিনজন মারা গেছেন।

 দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে আরও কয়েক ডজন আহত হয়েছে। ৭০ জনেরও বেশি লোককে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

 সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এমসি আলজারের খেলোয়াড় এবং কর্মীরা আহতদের রক্তদানের জন্য হাসপাতালে গেছেন। গত বছরও লিগ শিরোপা জিতেছিল এমসি আলজার। এবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখে দলটি। স্টেডিয়াম তাই ছিল কানায় কানায় পূর্ণ।

 ম্যাচ চলাকালীন ৫ জুলাই স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। তবে ম্যাচ পরবর্তী এই মর্মান্তিক ঘটনার পর, লিগ ট্রফি প্রদর্শন স্থগিত করা হয়। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এই ঘটনায় তার সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।