আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি: পাটোয়ারী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আজ রবিবার রাজধানীতে নির্বাচন ভবনে দলের নিবন্ধনের আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পাটোয়ারী।
এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে দল। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। জনগণ শাপলা প্রতীকে পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন ছিল আজ। এদিন ইসিতে তাদের নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি।
এনসিপির আবেদন দিতে দেরি হওয়ার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আগামী জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে দেশের মানুষ জয়জয়কার করে দেবে জানিয়ে পাটোয়ারী বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি।