সাবেক সিইসি নুরুল হুদাকে জুতাপেটা করে পুলিশে দিল জনতা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করে পুলিশে দিয়েছে জনতা। রাজধানীর উত্তরায় আজ রবিবার সন্ধ্যায় উত্তেজিত জনতা তাকে আটক করে জুতাপেটা করেন। পরে জুতার মালা পরিয়ে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, আজ সকালেই বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঢাকার শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের সাবেক প্রধান কমিশনারদের অভিযুক্ত করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মামলায় সাবেক সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সন্ধ্যায় নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?