নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
খুলনায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ইদ্রিস গাইন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদীতে এ ঘটনা ঘটে।
ইদ্রিস গাইন একই এলাকার মো. ইসহাক আলী গাইনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস গাইন বাড়ির পাশের কপোতাক্ষ নদীতে হরিণা চিংড়ির রেণু ধরার জন্য জাল ফেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি প্রাণ হারান। তার তিন মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহারাজপুর উনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মোস্তফা কামাল জানান, ‘ইদ্রিস গাইন নদীতে হরিণা চিংড়ির বাচ্চা ধরার জন্য জাল ফেলছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’